For the ship sinks there, where no one fears
By Sarmistha Banerjee

কাৎসুশিকা হোকুশাই’এর “Great Wave off Kanagawa” অজানা ও ও অদেখার প্রতি এক ভয় ও শঙ্কার প্রতিকৃতি। দিগন্তবিস্তৃত মাউন্ট ফুজির পাদদেশে বিশাল ঢেউগুলির আছড়ে পড়া যেন একটি স্বনির্ভর সংস্কৃতির উদ্বেগের কথা বলে: পশ্চিমী সভ্যতার অদম্য ও অপরিচিত সংস্কৃতির প্রতি এক উদ্বেগ। আমার বাংলার ঐতিহ্যবাহী শিল্পকৃতি ‘আলপনা’-র মোটিফে করা “Great waves” এর উপস্থাপনা উপরিলিক্ষিত উদ্বেগের বিপরীতধর্মী চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার একটি ধৃষ্টতা মাত্র। বহুক্ষেত্রেই শিল্পের শৈলী বা চর্চা ঐতিহ্যের দোহাই দিয়ে ক্রমাগত মুষ্টিমেয় মানুষের হাতে বদ্ধ থাকতে থাকতে রয়ে যায় অত্যন্ত নিরস ও সাধারনের নাগালের বাইরে। বিপদ তখনই: শিল্পের ক্ষয় বা বিলুপ্তি ঘটে যায় আমাদের অবগতির পূর্বেই। এর পুনরুদ্ধারের একমাত্র উপায় তাই সময়ের দোলাচলের সাথে শিল্পের ক্রমাগত কথোপকথন, বিবাদ ও সমন্বয়।
Katshushika Hokusai’s Great Wave off Kanagawa was a fear manifest of the foreign and unknown. The giant wave breaking over Mount Fuji in the horizon carries in it the anxiety of a self contained culture now exposed to the overpowering, unfamiliar West. My reimagining of the Great Wave in the traditional motif of the Alpona is a quest to overturn this anxiety. Artistic styles and practices are often left high and dry for the sake of traditions when their narrative gradually comes to be dominated by a select elite. The danger, however, is their decay just when you least expect it. The only redemption for art is its constant engagement with the vicissitudes of time.
Sarmistha Banerjee has done her Masters and MPhil in Economics from Calcutta University and is currently pursuing her PhD from Jadavpur University. For her, painting is a hobby and most importantly an escape route from the maddening world of academia. Being part of a suburban household in kolkata where rituals play an important role in everyday life, her artworks are mostly influenced by Bengal’s folk tradition.
Profound!
LikeLiked by 1 person